Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে কামালদিয়া ইউনিয়ন

এক নজরে কামালদিয়া ইউনিয়ন পরিষদ

 

ইউনিয়নের নাম: ৪নং কামালদিয়া ইউনিয়ন পরিষদ।

আয়তন:২৫.৭৬ বর্গ কিলোমিটার।

গ্রামের সংখ্যা:২২টি।

মোট লোকসংখ্যা:৩২,০০০

(ক) পুরুষ: ১৭,২০০ জন। (খ) মহিলা:১৪,৮০০ জন।

মৌজার সংখ্যা: ১৪টি।

হাট/ বাজার সংখ্যা:৬টি। (ক) বড় হাট: ১টি, মধুখালী বাজার (খ) ছোট হাট: ৫টি

দর্শনীয় স্থান:হযরত শাহ্সূফি সৈয়দ হাবিবুল্লাহ্ মার্দানে মাজার শরীফ, বণমালীদিয়া, মধখালী।

শিক্ষা প্রতিষ্ঠান: ক) কলেজ ১টি

            খ) উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ৩টি

গ) নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ২টি

ঘ) সরকারী প্রাথমিক বিদ্যালয় ৭টি

ঙ) রেজি: প্রাথমিক বিদ্যালয় ১টি

চ) স্যাটেলাইট বিদ্যালয় ১টি

ছ) সিনিয়র মাদ্রাসা ১টি

জ) দাখিল মাদ্রাসা ১টি

ঝ) ফোরকানীয়া মাদ্রাসা ৭টি

ঞ) এবতেদায়ী মাদ্রসা ১টি